• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৫:১৫ পিএম
৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন কামাল খান (৪৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫)।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে ফরিদপুর জেলা পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দম্পতিকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

এর আগে রোববার (১০ নভেম্বর) রাতে উপজেলার খা-কান্দা (মুনসুরাবাদ) এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এই দম্পতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা খানপাড়া গ্রামের বাসিন্দা।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Link copied!