• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আরসার কিলার গ্রুপের প্রধান গ্রেপ্তার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩, ১২:০২ পিএম
আরসার কিলার গ্রুপের প্রধান গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া থেকে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নুর কামাল প্রকাশ সমিউদ্দীনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।

এক বার্তায় মো. আবু সালাম চৌধুরী জানান, বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সমন্বয়ক ও হত্যাকারী এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী এবং সন্ত্রাসী সংগঠন আরসার মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নুর কামাল প্রকাশ সমিউদ্দীনকে কক্সবাজার কুতুপালং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্রও জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের রামুর র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হবে। এতে অভিযানের বিস্তারিত বিষয় তুলে ধরবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!