নোয়াখালীর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ হোসেন (২২) নামের এক মুদিদোকানির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম বাহারীপুর গ্রামের দিঘির পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেন উপজেলার দাদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাহারীপুর গ্রামের আলী আজগর বেপারি বাহার উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, পারভেজ মুদিদোকানের পাশাপাশি তার একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিল। শুক্রবার রাত ৮টার দিকে পারভেজ দোকানের পেছনে অটোরিকশাটি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।