• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৫

মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ১২:৪২ পিএম
মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ট্রলার

কক্সবাজারের শহরের নুনিয়াছড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১১ জেলে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার সদরের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন নৌকার মাঝি দুলাল (৩৭), শফিক (২৭) ও দিল আহমেদ (৩৪)। তাৎক্ষণিকভাবে বাকি ৯ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজান বলেন, “বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে তারা ৬ নম্বর ঘাটে ফিরছিল। হঠাৎ একটি বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখি নোঙ্গর করা অবস্থায় নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটেছে। এতে নৌকার ১১ জন জেলে আগুনে ঝলসে গেছেন। ওই সময় পাশে থাকা জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেন।”

ভুক্তভোগী নৌকার মাঝি দুলাল বলেন, “তরকারি গরম করছিল। ওই সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আমিসহ নৌকার ১১ জন গুরুতর আহত হয়েছে। আমাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

Link copied!