• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জয়পুরহাটে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০২:১৩ পিএম
জয়পুরহাটে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার

জয়পুরহাটে সদর উপজেলার একটি সড়কের পাশ থেকে আনোয়ারা বেগম (৪০) নামে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের হিচমী ড্রিমস কিচেন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন জয়পুরহাট থানার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।

নিহত আনোয়ারা বেগম জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল গ্রামের আজগর আলীর মেয়ে । তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের একটি সড়কের পাশে ওড়না দিয়ে ঢেকে রাখা একটি নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহতের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও একজোড়া জুতা পড়ে ছিল। স্থানীয় লোকজন ৯৯৯ কল করে ঘটনাটি জয়পুরহাট থানা পুলিশকে জানায়। সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি মৃত হিসেবে দেখতে পায় পুলিশ । এরপর লাশটি উদ্ধার থানায় নেওয়া হয়।

ওসি হুমায়ুন কবীর বলেন, ধারণা করা হচ্ছে, আনোয়ারা বেগমকে দুর্বৃত্তরা অন্য কোথাও মেরে ফেলে সড়কের পাশে রেখে গেছে।। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে। তদন্তের পর বিষয়টি জানা যাবে।
 

Link copied!