• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পানিতে ডুবে ফুফু ও ভাতিজির মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৩, ০৩:৩৫ পিএম
পানিতে ডুবে ফুফু ও ভাতিজির মৃত্যু

রাজশাহীতে পুকুরের পানিতে পড়ে গিয়ে প্রতিবন্ধী ফুফু ও ভাতিজির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুর্গাপুর উপজেলার এরশাদ আলীর মেয়ে হিরা খাতুন (২৪)ও একই উপজেলার মোরশেদ আলীর মেয়ে মেঘা খাতুন (৮)। তারা সম্পর্কে ফুফু ও ভাতিজি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “মেঘা পুকুরে হাত ধুতে গিয়ে পড়ে যায়। ফুফু তাকে বাঁচাতে গেলে তিনিও পানিতে পড়ে যান। পুকুরের পানিতে ডুবে দুজনেরই মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!