• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

অনলাইনে পণ্যের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইনে পণ্যের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

নড়াইলে অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে নড়াইল ডিবি পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কালিয়া উপজেলার যাদবপুর এলাকার জামাল গাজীর ছেলে মো. নাঈম গাজী (২৫) এবং উবায়দুর ভূঁইয়ার ছেলে মো. হাবিবুল্লাহ (২৫)।

ডিবি পুলিশ জানায়, ফেসবুকে পেজ খুলে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য বিক্রির নাম করে গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাৎ করে আসছিল চক্রটি। এ ঘটনায় একটি মামলা হলে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম জানান, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ২১টি সিম কার্ড জব্দ করা হয়।

Link copied!