• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নাশকতার মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩, ০৭:২৬ পিএম
নাশকতার মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

নাশকতার মামলায় ফেনীর পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী ইউছুফ মাহফুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে কোলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পরশুরাম উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সড়কে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে টায়ার জ্বালিয়ে আগুন দেন কাজী ইউছুফ মাহফুজ। এ ঘটনায় পরশুরাম মডেল থানায় একটি নাশকতার মামলা করা হয়। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিভিন্ন নাশকতার অভিযোগ রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

Link copied!