• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল পাঁচজনের


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০১:৫৮ পিএম
ফরিদপুরে একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল পাঁচজনের

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১শ ৯৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪শ ৮৫ জন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

মারা যাওয়ারা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া এলাকার জরিনা বেগম (৬০), গোপালগঞ্জের মুকসুদপুরের চকমাঝিগাটি এলাকার মো. খোকন (১৮), ঝিনাইদহ সদরের কালিচরনপুর এলাকার লক্ষণ (৪২), রাজবাড়ী সদরের সাতরশি এলাকার হালিমা বেগম (৪৩) ও গোপালগঞ্জের কাশিয়ানীর ব্যাসপুর এলাকার মো. বকুল (৩৫)।

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯শ ৭০ জন। এর মধ্যে ২০ হাজার ৩শ ৬৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!