• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেনীতে চিনিবোঝাই ট্রাকে আগুন


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ১১:৪৫ এএম
ফেনীতে চিনিবোঝাই ট্রাকে আগুন

বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধের তৃতীয় দিনে ফেনী সদর উপজেলার লালপুর এলাকায় একটি ট্রাকে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার লালপুর সেতু এলাকায় একটি চিনিবোঝাই ট্রাকে পেট্রল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের ফেনীর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছতে না পারলে হয়তো ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যেত। তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

অপর দিকে টানা তিন দিনের অবরোধের তৃতীয় দিন ভোর থেকে শহরের বিভিন্ন সড়কের সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও সাধারণ রিকশা চলাচল শুরু হয়েছে। দূরপাল্লার কোনো বাস ফেনী থেকে ছেড়ে যায়নি। মহাসড়কে যাত্রীবাহী বাস দেখা যায়নি। তবে বেশ কিছু ট্রাক চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

Link copied!