• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৭:১৫ পিএম
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি জানায়, ঘূর্ণিঝড় দানা উপকূল অঞ্চলে আঘাত হানার পর থেকে আবহাওয়া প্রতিকূলে রয়েছে। সেই প্রভাবে সারা দেশের ন্যায় শরীয়তপুরেও ঝোড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে নদীপথ উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে নৌপথে দুর্ঘটনা এড়াতে বিকেল ৩টা থেকে চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, “আবহাওয়া খারাপ হওয়ায় দুর্ঘটনায় এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল সচল করা হবে।”

Link copied!