• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ছেলের ধাক্কায় বাবার মৃত্যু


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ০৩:৩৫ পিএম
ছেলের ধাক্কায় বাবার মৃত্যু

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ছেলে বোরহান উদ্দিনের (৩৮) ধাক্কায় রুহুল আমীন (৭৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ আগস্ট) রাত ১২টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর শেখজি পাড়ায় রুহুল আমীনের সঙ্গে তার ছেলে বোরহান উদ্দিনের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রুহুল আমিন তার ছেলেকে দা দিয়ে কোপানোর চেষ্টা করেন। এ সময় দায়ের কোপ থেকে বাঁচার জন্য বাবাকে ধাক্কা দেন বোরহান উদ্দিন। এতে রুহুল আমিন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে মারা যান।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ বলেন, ঘটনার পর ছেলে বোরহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃদ্ধ রুহুল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Link copied!