• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

কুকুর মারার ফাঁদ তৈরি করতে গিয়ে প্রাণ গেল কৃষকের


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৬, ২০২৪, ১১:১৩ এএম
কুকুর মারার ফাঁদ তৈরি করতে গিয়ে প্রাণ গেল কৃষকের

শেরপুরের নকলায় কুকুর মারার বৈদ্যুতিক ফাঁদ তৈরির সময় বিদ্যুতায়িত হয়ে সুরুজ্জামান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় জয়নাল আবেদীন (৩৫) নামে আরেক কৃষক আহত হয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। 

মৃত সুরুজ্জামান স্থানীয় চাঁন মিয়ার ছেলে। তিনি ২ সন্তানের জনক ছিলেন। আহত জয়নাল একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সম্প্রতি নামা কৈয়াকুড়ি গ্রামে কুকুরের কামড়ে জয়নালের একটি ছাগল মারা যায় এবং আরেকটি ছাগল আহত হয়। 

শুক্রবার বিকেলে একটি কুকুর সুরুজ্জামানকে কামড়ানোর জন্য ধাওয়া করলে তিনি দৌড়ে কোনোমতে ঘরে ঢুকে রক্ষা পায়।

সেই ক্ষোভে জয়নাল ও সুরুজ্জামান মিলে কুকুর মারার জন্য বাড়ির পাশে একটি বৈদ্যুতিক মোটর থেকে বৈদ্যুতিক ফাঁদ তৈরির চেষ্টা করে। কিন্তু অসাবধানতাবশত সুরুজ্জামান বিদ্যুতের তারে জড়িয়ে গেলে জয়নাল তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে জয়নালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সুরুজ্জামানের লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Link copied!