• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, চালক গ্রেপ্তার


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০৮:০০ পিএম
মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, চালক গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় আহিমন বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মিলন ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মটুকপুর বুদলীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহিমন বেগম ওই এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর মটকপুর বুদলীরপাড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আহিমন বেগম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে আহিমন বেগমের। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, “মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আমিজারন রহমান মামলা করার পর অভিযুক্ত মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করা হয়েছে।”

Link copied!