ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারাপদ মালো (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২২ জনে।
রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে।
ডেঙ্গুতে মারা যাওয়া তারপদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছোটবাহারা এলাকার গৌর মালোর ছেলে।
ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২২২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭৫ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৭৯২ জন। এর মধ্যে ২১ হাজার ১৯৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুর সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে গত কয়েক দিন আগে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়। এছাড়া প্রায় প্রতিদিনই এখানে মৃত্যু হচ্ছে রোগীদের। ফরিদপুর ছাড়াও মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, মাদারীপুর ও রাজবাড়ী জেলার বাসিন্দারাও রয়েছেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে। এডিস মশার বিস্তার ঘটতে পারে এমন পরিবেশ রাখা যাবে না। সচেতনতাই পারে আমাদের ডেঙ্গু থেকে নিস্তার দিতে।