• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২ জ্বিলকদ ১৪৪৫

কুড়িগ্রামে ডিম ব্যবসায়ীকে জরিমানা


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০৬:৪০ পিএম
কুড়িগ্রামে ডিম ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রাম সদর উপজেলায় ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা না থাকায় চার ডিম ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে জেলা সদরের জিয়া বাজার ও আদর্শ পৌর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার জেলা সদরের জিয়া বাজার ও আদর্শ পৌর বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালানা করা হয়। এ সময় ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা না থাকার অপরাধে জিয়া বাজারের শমসের ডিম ঘরকে ১ হাজার টাকা, আদর্শ পৌর বাজারের বাবা মায়ের দোয়া বাণিজ্য ভাণ্ডারকে ৫০০ টাকা, মায়ের দোয়া বাণিজ্য ভাণ্ডারকে ১ হাজার টাকা ও এম এম ডিম আড়তকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান বলেন, “ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।” 

Link copied!