• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

১৪ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০২:০৭ পিএম
১৪ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মহিদুল ইসলাম মৃধা (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নগরীর অলংকার মোড় সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১৪ লাখ টাকা।

আটক মহিদুল পিরোজপুরের কাউখালী উপজেলার মধ্যম শিয়াল কাঠি এলাকার আবদুল আজিজের ছেলে।

র‌্যাব জানায়, মহিদুল কক্সাবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বাসযোগে খুলনার দিকে নিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে চট্টগ্রাম নগরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিদুল কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে খুলনা অঞ্চলে বিক্রির কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!