নরসিংদীর পলাশে অটোরিকশার ভাড়া করা নিয়ে বিরোধের জেরে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা আলম মিয়া (৫৫)।
সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিকেলে জয়নগর বাজারে নিহতের চাচা মুকুল মিয়ার সঙ্গে একই এলাকার আয়ুব মিয়া, মোমেন, তারেক, দেলোয়ারসহ ৪-৫ জনের সঙ্গে একটি অটোরিকশা ভাড়া করা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে সন্ধ্যায় তারা সংঘবদ্ধ হয়ে মুকুল মিয়ার বাড়িতে হামলা করতে যায়। এসময় হৈচৈ শুনে প্রতিবেশী সুমন ও তার বাবা আলম মিয়া বাড়ি থেকে বের হয়ে কী হয়েছে দেখতে যায়। পরে তাদের সামনে পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসি গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করে। এ ছাড়া হামলায় আহত আলম মিয়ার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১০০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শওকত হাসান বলেন, “রাতে আমাদের এখানে দুইজন রোগী গুরুতর আহত অবস্থায় আসে। তাদের মধ্যে সুমন নামে একজনকে আমরা মৃত অবস্থায় পাই। তার শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বাবা আলম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।”
পলাশ থানার ওসি মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































