• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

হাড়িতে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০২:২৮ পিএম
হাড়িতে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় হাড়িতে থাকা পানিতে ডুবে তাহি ইসলাম নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টার পর দাফন সম্পন্ন করা হয়।

এর আগে, শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।


চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাহি ইসলামপাড়ার হাবিবুর রহমানের ছেলে।

কাউন্সিলর আলাউদ্দিন আহমেদ জানান, রাতে তাহি তার মায়ের কাছে ঘুমিয়ে ছিল। ঘুম থেকে উঠে ঘরের পাশে থাকা গোসলখানায় ঢুকে পড়ে। গোসল খানায় থাকা বড় হাড়িতে পানি রাখা ছিল, তারমধ্যে পড়ে ডুবে মারা যায়। তার মায়ের ঘুম ভেঙে কাছে না পেয়ে খোঁজাখুঁজি করে দেখে হাড়ির মধ্যে ডুবে আছে। সকালে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

Link copied!