সাতক্ষীরায় শেখ আব্দুস সালাম (৫০) নামের এক রংমিস্ত্রিকে ফোন করে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে সাতক্ষীরার সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুস সালাম ওই এলাকার মৃত শেখ আবুল কাশেমের ছেলে।
নিহতের স্বজন মো. মহসীন হোসেন জানান, গতকাল এশার নামাজের পর কে বা কারা সালামকে ফোন করে ডেকে নেন। এর কিছুক্ষণ পর তারা থানাঘাটা এলাকায় সালামকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সালাম পাশের একটি বাড়িতে সাহায্য চাইলে তারা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রাত ১১টার দিকে আব্দুস সালাম মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































