• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহত্যা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৮:৩৭ এএম
চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহত্যা

কক্সবাজারে চিরকুট লিখে ক্যা ছে ওয়ান নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের খুরুস্কুল রাস্তার মাথা এলাকার রিহাব প্লাজা বিল্ডিংয়ের চতুর্থ তলায় ফ্যানে ঝুলানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

ক্যা ছে ওয়ান কক্সবাজার সিটি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা রাখাইন পাড়ায়।

জানা গেছে, নিহতের রুমে থাকা এক সহপাঠী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তার কক্ষে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা, “আমি আর পারছি না এ সমাজের সাথে তাল মেলাতে। আমি ব্যর্থ সৈনিক, আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়।”

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Link copied!