• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: মে ২৮, ২০২৪, ১২:২৭ পিএম
শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার
জেলার মানচিত্র

নীলফামারীতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সয়ন দাস (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ মে) রাতে উপজেলার রামগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর মা।

সয়ন দাস রামগঞ্জ সুখধন দাসপাড়া এলাকার বাসিন্দা শ্রী কৃষ্ণ দাসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ভুক্তভোগী শিশু পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। তার মা তাকে রেখে গোসল করতে যান। এ সময় অভিযুক্ত কিশোর তাকে কৌশলে ডেকে নিয়ে প্রতিবেশীর খড়ি রাখার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময়ে শিশুটির চিৎকার করলে ওই কিশোর পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘যৌন নিপীড়নের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Link copied!