চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় বান্ধবীসহ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। সোমবার রাত (২০ আগস্ট) সোয়া ১০টার দিকে ফ্লাইওভারের ওয়াসা থেকে জিইসি মোড়ের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আশেক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি দারোগাহাট শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে মো. ইমরান প্রকাশ ইফতি (২৩) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী ১নং ওয়ার্ডের রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)।
জানা গেছে, নাহিদা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। তারা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সোমবার রাতে খুলশী থানার ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারে মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপপরিদর্শক নুরুল আশেক জানান, সোমবার রাতে জিইসি মোড় ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































