ছাত্রলীগকর্মীকে কুপিয়ে আহত


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ১২:৫৩ পিএম
ছাত্রলীগকর্মীকে কুপিয়ে আহত
ছবি : সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় মহিউদ্দিন বাবু নামে এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে আহত করেছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা। পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য সমর্থক গ্রুপের সদস্যরা পাথরঘাটা শহরকে রণক্ষেত্রে পরিণত করে। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত বাবু জানান, সন্ধ্যায় পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র এলাকায় অবস্থান করছিলেন তিনি। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে সুমন শীল, সোহেল, ইলিয়াসসহ বেশ কয়েকজন মিলে তাকে কুপিয়ে জখম করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত বাবু ও অভিযুক্তরা স্থানীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসেন ও স্থানীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা সমর্থক। তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর এনামুল সমর্থকরা পাথরঘাটা শহরে প্রতিবাদ মিছিল বের করলে তাদের বিপরীতে অবস্থান নেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে নাদিরার সমর্থকরা।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী বলেন, ~আমি পাথরঘাটাবাসীকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। বাবুর ওপর বর্বর, নৃশংস হামলার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা বলেন, “পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!