• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

অ্যাম্বুলেন্সের পেছনে ক্যাভার্ড ভ্যানের ধাক্কা, চিকিৎসক নিহত


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০২:৫২ পিএম
অ্যাম্বুলেন্সের পেছনে ক্যাভার্ড ভ্যানের ধাক্কা, চিকিৎসক নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় অ্যাম্বুলেন্স উল্টে আবু নুর মোহাম্মদ মাসুম (৩৮) নামের এক আযুবের্দিক চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজারের দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাসুমের ভাই মাসুদ রানা (৫০) গুরুতর আহত হন।      

মাসুম ও মাসুদ লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মাসুমের অনেক জায়গায় আয়ুবের্দিক চিকিৎসার চেম্বার রয়েছে। সোমবার সকালে তারা দুই ভাই অ্যাম্বুলেন্সে করে ফেনীর উদ্দেশে রওনা হন। অ্যাম্বুলেন্সটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজারের দানবাক্স এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই চিকিৎসক মাসুম নিহত ও তার ভাই মাসুদ গুরুতর আহত হন।

চন্দ্র হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই ঘাতক কাভ্যার্ড ভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।     

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!