• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৫:১১ পিএম
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে থানার হলি ক্রিসেন্টের পাশের গলি ফিউশন ক্যাফেতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ ঘটনায় মো. কাশেম (১৭), নুর হোসাইন (২০) ও মুবিনুল হক (২২) নামের তিনজন দগ্ধ হয়েছেন। তারা সবাই ওই রেস্টুরেন্টের কর্মচারী।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, “দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।”

Link copied!