চট্টগ্রাম মহানগরের হালিশহরের রঙ্গীপাড়া এলাকার ড্রেনে পড়ে নিখোঁজ শিশু ইয়াছিন আরাফাতের লাশ উদ্ধার হয়েছে। ঘটনার ১৭ ঘণ্টা পর দেড় বছর বয়সী শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার হয় বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক আবদুল মালেক। এর আগে রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে খেলতে গিয়ে ড্রেনে পড়ে নিখোঁজ হয় ইয়াছিন।
স্থানীয়রা জানান, হালিশহর এলাকার ওই নালা আকারে বড় এবং সেখানে আবর্জনার স্তূপ আছে। সে কারণে শিশুটির মরদেহ উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সদস্যদের সময় লেগেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, গতকাল বিকেলে রঙ্গিপাড়া এলাকায় কে এম হাশিম টাওয়ার এলাকার রাস্তার পাশের আবর্জনায় ভর্তি বড় একটি ড্রেনে পড়ে এক শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম অভিযান শুরু করে। আজ সকাল ৯টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।