চাঁদপুরের হাজীগঞ্জে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশীরা ঘরে তাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহতরা হলেন, বড়কুলের উত্তম বর্মণ (৬২) ও তার স্ত্রী কাজলী রানি বর্মণ (৫৫)। উত্তম বর্মণ স্থানীয় নয়ারহাট বাজারে মাছ বিক্রি করতেন।
স্থানীয়রা জানান, যে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে সেই বাড়ির মালিক দুলাল অন্যত্র থাকতেন। বাড়িটির দেখাশোনা করতেন উত্তম বর্মণ ও তার স্ত্রী। তবে পাশেই তাদের নিজ বাড়ি। প্রতিদিন রাতে তারা দুলালের বাড়িতে এসে রাত্রীযাপন করতেন। আর দিনে ওই বাড়ির ঘরে তালা দিয়ে নিজেদের বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতেও তারা দুলালের বাড়িতে আসেন। সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকলে স্বামী ও স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের হাত-পা বেঁধে বালিশ চাপা দিয়ে মেরেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”