নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. কুদ্দুস (৫১) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সুরমা আক্তার ওরফে বিবি আছিয়াকে (৩৮) থানায় নিয়ে গেছে পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এর আগে, এদিন ভোরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চকোইয়াদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কুদ্দুস ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুদ্দুস একজন ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তিনি স্ত্রীসহ ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর রাত সোয়া ২টার দিকে শোয়ার ঘরে কুদ্দুসকে শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিস মাহমুদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































