• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পাঁচবিবিতে পোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০৬:০৩ পিএম
পাঁচবিবিতে পোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে রবিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার রুপালী সিনেমা হলের দক্ষিণে (মাস্টারপাড়া) একটি  কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রবিউল ইসলাম বগুড়ার আদমদিঘী উপজেলার নশরতপুর গ্রামের কাজীতুল্লাহ শেখের ছেলে। সে ১৫ বছর আগে পাঁচবিবি উপজেলার রুপালী সিনেমা হল সংলগ্ন মাস্টারপাড়া গ্রামের সুরুজ আলীর মেয়ে সুলাতানাকে বিয়ে করে এখানেই বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে সিনেমা হল সংলগ্ন দক্ষিণে কলা বাগানের পাশে একটি দ্বিতল ভবনে রাজমিস্ত্রীরা কাজ করছিলেন। এক শ্রমিক দুপুরে ওই বাড়ির ছাদে উঠে নিচের দিকে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠায়।  

রবিউল মাছের পোনার ব্যবসা করতেন। পাশাপাশি পাখির ছানা (বাচ্চা) ধরার নেশা ছিল তার। বাড়ির পাশে নারিকেল গাছে পাখির ছানা ধরতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে পারে বলে স্থানীরা ধারনা করছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!