• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

আরও তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০২:২৯ পিএম
আরও তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ মে) সকালে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ আদালতের বিচারক মাহবুব আলম আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পরিমল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিমল কুমার বলেন, “পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আবার আদালতের হাজির করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। এরপর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
কোর্ট পরিদর্শক আরও বলেন, “মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের কাছে আছে। তারাই আসামি আবু সাঈদ চাঁদকে জিজ্ঞাসাবাদ করবে।”

এর আগে ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিকেলে তাকে আদালতে আনা হয়। আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।

গত ১৯ মে বিএনপির এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর রাজশাহীসহ বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

Link copied!