• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

রাজবাড়ীতে বড় রেল কারখানা করা হবে: রেলমন্ত্রী


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০২:১৯ পিএম
রাজবাড়ীতে বড় রেল কারখানা করা হবে: রেলমন্ত্রী
রাজবাড়ী স্টেশনে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ছবি : সংগৃহীত

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, “রাজবাড়ীতে ১০৫ একর জায়গার ওপরে রেলের কারখানা নির্মাণ করা হবে। যেটা সৈয়দপুরের কারখানা থেকেও বড়। এখানে রিপেয়ারিং মেইনটেন্যান্স ও বগি তৈরির কারখানাও করা হবে।”

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে ট্রেনে করে রাজবাড়ী স্টেশনে পৌঁছান রেলমন্ত্রী। পরে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।

এ সময় জিল্লুল হাকিম বলেন, “রেল হলো সব চেয়ে সস্তা পরিবহন। মালামাল পরিবহনে রেল সস্তায় সার্ভিস দিয়ে থাকে। প্রতিটি জেলায় রেল সংযোগ ও রেল পৌঁছে দেওয়া হবে। ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত ট্রেনের সংযোগ দেওয়া হবে। রেলের সম্প্রসারণের জন‍্য প্রচুর কোচ ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে।”

রেলমন্ত্রীর পরিদর্শনের সময় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্তসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Link copied!