• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ধান মাড়াই মেশিনের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ১২:৪৫ পিএম
ধান মাড়াই মেশিনের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রুমন ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার ধরনীগঞ্জ বাশের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রুমন ইসলাম পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় একালার কাঁচামাল ব্যবসায়ী বুলেটের ছেলে ও ডোমার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি।

আহতরা হলেন পশ্চিম চিকনমাটি খতপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. জনি (২৬) এবং ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ার হোসনের ছেলে রতন ইসলাম (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী থেকে তিন যুবক একই মোটরসাইকেলে ডোমারের উদ্দেশ্য আসছিল। বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে রুমন গুরুতর আহত আয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। অপরদিকে আহত দুজন যুবক হাসপাতালে চিকিৎসাধীন।

Link copied!