নরসিংদীতে এক ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনায় এই ঘটনা ঘটে।
নিহত ছাত্রদলকর্মী হুমায়ূন কবির (৩৫) নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন বলে জানা গেছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, হুমায়ূন কবির তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিলেন। এসময় শাহ আলম ও টিটু নামেই দুইজন তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যান। সেখানে তাকে গুলি করে পালিয়ে যান। এসময় তার বুকে ও মাথায় দুটি করা হয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।
মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































