• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ইয়াবা নিয়ে বিমানে উড়ার আগেই স্ত্রী-সন্তানসহ আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৮:৫৯ পিএম
ইয়াবা নিয়ে বিমানে উড়ার আগেই স্ত্রী-সন্তানসহ আটক
জব্দ করা বেগ। ছবি : সংবাদ প্রকাশ

কক্সবাজারে বিমানে করে ইয়াবা পাচারকালে স্ত্রীসহ আব্দুল আমিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার বিমানবন্দরে যাত্রীদের মালামাল স্ক্যানিংয়ের সময় নিরাপত্তা কর্মীরা ইয়াবাসহ তাদের আটক করে।

আটক আব্দুল আমিন টেকনাফ সদরের পুরান পল্লবপাড়া এলাকার কালা মিয়ার ছেলে।

নিরাপত্তা কর্মীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে একটি বিশেষ বিমান কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার সময়সূচি ছিল। ওই বিমানের যাত্রী আব্দুল আমিন ও স্ত্রী-সন্তানসহ যাত্রীদের মালামাল স্ক্যানিং করছিলেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। এসময় স্ক্যানিং মেশিনে আব্দুল আমিনের ব্যাগে সন্দেহজনক মালামাল বহনের সংকেত পাওয়া যায়। পরে তার ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় এক হাজার ৪০০টি ইয়াবা।

ইয়াবাসহ আটক ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

তথ্যটি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, বিমানবন্দরে ইয়াবাসহ আটক এক দম্পতিকে এপিবিএন পুলিশ থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!