শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী সদা তৎপর রয়েছে বলে জানিয়েছেন ৩৪ কন্সট্রাকশন বিগ্রেডের টাস্কফোর্স-৪ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ শাররিফ মানি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
দেশের কোথাও নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সেনা সদস্যরা কঠোর হাতে দমন করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ শাররিফ।
এসময় রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান মন্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জেনারেল আহমেদ শাররিফকে অবহিত করেন।
মন্ডপ পরিদর্শনকালে টাস্কফোর্স—৪ এর কর্নেল মোহাম্মদ এমরান ইসলাম ভূঁইয়া, রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের মেজর সাদমান সাকিব, ক্যাপ্টেন ফাহিম, সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা শামীমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
পাশাপাশি পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার-ভিডিপি সদস্যদের ব্যাপারে খোঁজখবর নেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































