• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অবরোধের প্রতিবাদে পাবনায় আ.লীগের বিক্ষোভ


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০৪:১২ পিএম
অবরোধের প্রতিবাদে পাবনায় আ.লীগের বিক্ষোভ

বিএনপি-জামায়াতের অবরোধ, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।

রোববার (৫ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বক্তব্য দেন।

সমাবেশে পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, সাবেক প্রচার সম্পাদক ও সদস্য কামিল হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম মাইকেল, উপদপ্তর সম্পাদক রিজভী শাওন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!