• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নিজ বাড়ির ছাদ থেকে পড়ে আ.লীগ নেতার মৃত্যু


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ১১:৪৫ এএম
নিজ বাড়ির ছাদ থেকে পড়ে আ.লীগ নেতার মৃত্যু

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরে নিজ বাড়ির চার তলার ছাদ থেকে পড়ে আলমগীর পাঠান (৫০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার বাজিতপুর ইউনিয়নের সাধুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আলমগীর পাঠান উপজেলার বাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টেকেরহাট বন্দরে সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, আলমগীর পাঠান তার চার তলা ভবনের ছাদের সিঁড়ির পাশে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত চার তলার ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বিষয়টি দুর্ঘটনা বলে মনে হয়েছে। এ নিয়ে আলমগীর পাঠানের পরিবার কোনো অভিযোগ দেয়নি।

Link copied!