• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

তফসিল ঘোষণা করায় ফরিদপুরে আ.লীগের আনন্দ মিছিল


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৯:১১ পিএম
তফসিল ঘোষণা করায় ফরিদপুরে আ.লীগের আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাসির, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, “যারা বলেছিলেন তফসিল ঘোষণা করা হলে দেশে গৃহযুদ্ধ বেধে যাবে, তারা এখন কোথায়?  আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

Link copied!