• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

লিচুবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০১:৫৫ পিএম
লিচুবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লিচু বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

মেহেরপুরে লিচু গাছ থেকে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেছে পরিবার। 

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

গাংনী উপজেলার কাজিপুর কলেজ পাড়ার মহিবুল ইসলামের ছেলে মাসুদ রানা। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার রাতের কোনো এক সময় সাহেবনগর বালিকা বিদ্যালয় সংলগ্ন লিচু বাগানের একটি গাছে ওই ব্যক্তিকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ওসি আর ও বলেন, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে মাসুদ রানা বেশ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে চলাফেরা করছিলেন। তিনি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!