• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঝগড়া করায় কামড় দিয়ে স্বামীর জিহ্বা ছিঁড়ে ফেললেন স্ত্রী


যশোর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০৬:৪১ পিএম
ঝগড়া করায় কামড় দিয়ে স্বামীর জিহ্বা ছিঁড়ে ফেললেন স্ত্রী

যশোরের চৌগাছা উপজেলায়ে স্বামী সোহাগ হোসেনের (২৪) জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেলেছেন স্ত্রী সীমা খাতুন। গুরুতর আহতাবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহাগ ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

সোহাগের পরিবার জানায়, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সোহাগের সঙ্গে তার স্ত্রী সীমা খাতুনের সাংসারিক বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সীমা খাতুন কামড় দিয়ে তার স্বামীর জিহ্বা কেটে আলাদা করে ফেলে। পরে সোহাগের চিৎকার শুনে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।

সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সোহাগ আর কখনোই জিহ্বা ফিরে পাবে না। তবে তিনি শঙ্কামুক্ত।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!