• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

পৌর মেয়রের বিরুদ্ধে ঝাড়ুমিছিল


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২৬, ২০২৪, ০৯:২৩ পিএম
পৌর মেয়রের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মেহেরপুরে গাংনী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আহমেদ আলীর বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছেন পৌরবাসী।

রোববার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে গাংনী বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ঝাড়ুমিছিলে অংশ নেওয়া নারী-পুরুষরা জানান, পৌরসভা থেকে সরকারি বরাদ্দ পায়খানা দেওয়ার জন্য ১০-১৫ হাজার টাকা উৎকোচ চাওয়া; বিভিন্ন সময় পৌরসভা থেকে সরকারি সুযোগ-সুবিধা না দেওয়া; রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখা; পানির লাইন দেওয়া হলেও ঠিকমতো পৌরবাসীকে পানির সুবিধা না দিয়ে অর্থ আদায়; নিয়ম বহির্ভূতভাবে পৌর মার্কেটের নামে অর্থ উত্তোলনসহ নানা অভিযোগে মেয়রের বিরুদ্ধে তারা এই মিছিল করছেন।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাহিদুজ্জামান শিপুসহ পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মিছিলে উপস্থিত ছিলেন।

Link copied!