• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না শাহীনের


ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০২:৩৬ পিএম
২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না শাহীনের
২০ বছর পর গ্রেপ্তার শাহীন মোল্লা। ছবি : সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহীন মোল্লাকে ২০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত ১২টার টিকে রাজধানীর এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহীন মোল্লা নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মধ্য কামদেবপুর এলাকার মতিয়ার রহমান ওরফে মতি মোল্লার ছেলে।

ওসি মুরাদ আলী বলেন, র‌্যাবের সহযোগিতায় নলছিটি থানা পুলিশ শুক্রবার রাতে এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে শাহীন মোল্লাকে গ্রেপ্তার করে। শাহীন মোল্লার বিরুদ্ধে ২০০৩ সালে নলছিটি থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!