• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

আলোচিত আব্দুল আলীর মনোনয়নপত্র বাতিল


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০২:৪৬ পিএম
আলোচিত আব্দুল আলীর মনোনয়নপত্র বাতিল
আব্দুল আলী বেপারী। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুল আলী বেপারী নামের এক ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র বাছাইয়ের পর বিধি মোতাবেক না হওয়ার তা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ সময় প্রার্থী আব্দুল আলী বেপারী উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার প্রার্থী হয়ে জামানত হারিয়েছিলেন।

আব্দুল আলী বলেন, “নির্বাচন এলে মাথা ঠিক থাকে না। আমি ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনবার নির্বাচন করেছি। তিনবারই আমার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবার সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার ভোটটি দিতে পারলেই আমি খুশি। অন্য কেউ ভোট না দিলেও কোনো কষ্ট নেই। কিন্তু কাগজপত্র ঠিক নেই বলে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি এ বিষয়ে আপিল করব।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!