সাভার ও আশুলিয়া থেকে বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হেয়ছে। তাদের নামে বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতের ভিন্ন ভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, “বিভিন্ন মামলায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বিভিন্ন মামলায় অভিযুক্ত, এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।”
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, থানায় দুই বিএনপি নেতাকর্মী আটক আছেন। তাদের বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে।