কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দিন মাস্টার (৭০) নিহত হয়েছেন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন।
এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মজির উদ্দিন মারা যান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে মজির উদ্দিন বাড়ি ফিরছিলেন। এ সময় একদল যুবকের দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।





































