নোয়াখালীতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রহমত উল্যাহ রনি (২২) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৯ এপ্রিল) সকালে রহমত উল্যাহকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার দুপুরে উপজেলার হালিমা দীঘির পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রহমত উল্যাহ সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গাছী বাড়ির সামসুদ্দিনের ছেলে।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী লে. কমান্ডার মাহমুদুল হাসানা জানান, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে মুতাফফরগঞ্জে একটি ডোবা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লাকসাম থানায় একটি হত্যা মামলা করে পুলিশ।
পরে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। এরপর গত বছরের ৬ এপ্রিল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দুপুরে রহমত উল্যাহ রনিকে গ্রেপ্তার করা হয়।




































