রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ৫ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৯:৪৩ এএম
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন করে, নওগাঁর ১ জন রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২২ জন। বর্তমানে হাসপাতালটিতে করোনা রোগীর সংখ্যা ১৪০ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬২৮ জনে। একই সময়ে নতুন করে ২ হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!