দিনাজপুরের ফুলবাড়ীতে বাসচাপায় মামুনুর রশিদ ওরফে প্রিন্স বাবু (৩২) নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
রোববার (১৮ ডিসেম্বর) পৌনে ৮টায় উপজেলার রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিন্স বাবু একই উপজেলার আলাদীপুর ইউনিয়নের সিঁন্দুরহাটা এলাকার শাহাদাত হোসেনের ছেলে। তিনি ফুলবাড়ীর শহীদ স্মৃতি আদর্শ কলেজের কম্পিউটার বিভাগের প্রভাষক পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রিন্স বাবু মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে রাঙামাটি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

















-20251114045555.jpg)



















