• ঢাকা
  • রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানি ১৪৪৬

রামেক হাসপাতালে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ০২:৪৯ পিএম
রামেক হাসপাতালে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রবিউল ইসলাম (৪২), নওগাঁর আত্রাই উপজেলার ফারুক (৪৩), রাজশাহীর বাঘা উপজেলার আরাফাত (১৪) এবং রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকার পুলক কুমার চক্রবর্তী।

হাসপাতালের পরিচালক জানান, মৃত ব্যক্তিরা নিজ নিজ এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এফ এম শামীম আহাম্মদ আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৮ জন। এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৮৫৬ জন। মারা গেছেন ৩৪ জন।

Link copied!